একটা রিফ্রেসমেন্ট দরকার ছিল
হাঁটু গেড়ে যেদিন বসে ছিলাম তোমার কাছে।
প্লিস একবার ,প্লিস আমাকে
একজন উত্তরাধিকারী দরকার।
আমি তো মানুষ নয় তোমার শরীর জুড়ে রেখে যাব বীজ
পৃথিবীর প্রতিটি আস্তরণে রেখে যাব শীত্কার ,
আহা ,উহু ,ইশ একটু আস্তে প্লিস।


শেষ বয়সের বাসটা মিস করে গেছে উদ্বাস্তু যৌবন
দাঁড়ায় নি তাই বাসস্ট্যান্ডে একা,
তুমিও আছ ,আমি আছি তাই।


হাঁটু গেড়ে সভ্যতা দাঁড়িয়ে প্রেমিক সভ্যতার সবুজ  জীব
আমি তো মানুষ নয়  তোমার শরীরে রেখে যাব ইশ।
আমি  প্রেম পবিত্র আগুনে যজ্ঞের দুহিতা
আমার গর্ভে লালিত সভ্যতার আদম ,ইভ।
প্লিস আমি কোনো শরীর না
ইচ্ছে মত শীত্কার শরীরের প্রেমে আমি মিশে যাব ঘামে ,
আমি প্রেম অনন্ত হৃদয়।


শেষ ঠিকানায় জীবনের উপত্যকায় দুচার ফোঁটা শিশির বিন্দু
ঈশ্বর স্মরণ কর অনন্ত প্রেমে গভীর বাসনায় মুক্তি ,
আমি মানুষ না আমি প্রেম আদিম ঈশ্বর।


একটু রিফ্রেসমেন্ট দরকার ছিল
হাঁটু গেড়ে যেদিন বসে ছিলাম সভ্যতার কাছে।
আমি নামি নি নিচে ,শুয়ে পরিনি মানুষের সাথে কামের স্রোতে
আমি প্রবাহিত নদী  সভ্যতার জন্মে হৃদয়ের গভীরে চিরকাল।
কার সাহস আমাকে উবুর করে  হৃদয় ছাড়া শোয়ায়
কুক্কুরীর মতো হাঁটু ভাঁজ করে গাভীর মত দোয়ায়।