রূপ ,লাবন্য সরে যাওয়ার পর
একটি মিহি সুতো বাঁধা থাকে।
বলা যায় তাঁতের মাকুর মুখে নুন দিয়ে
জীবিত এই প্রেম থাকে।
নির্ভর ,নির্দয় নিশ্চিন্ত ভাত ঘুম জীবনের
জীবন জীবিত জ্বালায় হাসতে থাকে।


কবে বলেছি শেষ তোকে কফি কর্নারে লুকোনো চুমু
একফালি খোলা আকাশে মুহুর্তদের ভিড়।
বিছানার চাদরে যুদ্ধ নেহাত পৌরুষ নয়
পৌরুষ ছুঁয়ে যাওয়া ,ছুঁয়ে থাকা সময় বিশ্বাসে ।
সাময়িক ব্যবধানে
চিতার ছাই উড়তে থাকে।
জীবন কি চাই বুঝতে থাকে সময়ের প্রলাপে
অদ্ভূত দূরত্ব।
বেঁচে থাকার দৌরাত্ম কমতে থাকে
কয়েকশো কবিতার স্পর্শে ভালো থাকা।


রূপ ,লাবন্য সরে যাওয়ার পর
কিছুই কমে না তোর ঠোঁটের কোনে তিল।
সব একই থাকে
বলা যায় জীবিত বাহানায় ছুঁয়ে থাকা সময়ের আলাপন।
নির্ভর আর নির্দয়ের তফাৎ সঞ্চারিত বুকের ম্যাগাজিনে
বুলেটের সময়ে রক্ত ,ঝরতে থাকে।