সময় সময় বড় বিষ উঠে আসে
মন্থনের নিহত ইচ্ছাগুলো শয্যাশায়ী বিছানার সাথে।
কিছুটা ইচ্ছার বলি অনিচ্ছার সাথে
তবুও তো সময় কেটে যায় ,আসলে কাটাতে হয়
না হলে একলা দাঁড়ানো খালি হাত সময়ের কাছে।


চোখের পাতায় ঋতু ঝরতে থাকে
এক একটা দিন চামড়ার প্রতি ভাঁজে কামড়ে ধরে।
জীবন থেকে দিন চলে যায়
কখনো কাঁদায়,কখনো হাসায়।
এ যে ভবিতব্য লেখা সময়ের কাছে
যেন ভীষণ অসুখ।
যেন কোনো না বলা কবিতার নদী
বয়ে হলে তিরতির ছন্দের তালে
যেমন জীবন সময় কিংবা ঘড়ির কাঁটায়।


সময় সময় বড় বিষ উঠে আসে
রোমন্থনের অদ্ভূত অভ্যাস চামড়ার চর্বির জমা খাতে।
জমতে থাকে অবিরত ইচ্ছারা অনিচ্ছার দাস
তবুও তো সময় কেটে যায় , আসলে কাটতে হয়
না হলে একলা দাঁড়ানো খালি হাত মুহুর্তদের সাথে।