সকালের ঠান্ডা নরম হাওয়া গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছিল,
মনে হচ্ছিল বেদনার আকাশে মেঘটা জমছে একটু একটু
আষাঢ়ের মতো ঝরবে পানি হয়ে,
চাইতে এসেছিলাম পাওনা টাকা ন্যায্য দাবী
হঠাৎই দেখতে পেলাম দূরে ধোঁয়ার কুন্ডলী
সবাই চিৎকার করছে "আগুন আগুন "
আর আমি দেখতে পেলাম
ব্রাহ্মণ জমিদারের চওড়া হাসি; বসন্ত ফাগুন!
টের পেলাম কাছেই পুড়ছে কিছু ধোঁয়া ছাড়া
জ্বলন্ত কয়লার মতো গর্তের ভিতর।


১২/১০/২০২২
চট্টগ্রাম।