আগুন আগুন লাগলো বলে
চারদিকে উঠলো স্বর কলরব,
আমি নিশিথের আলস্য পাখি
ঘুমিয়ে ছিলাম একদম নিরব।


ভাবলাম সব পুড়ে হলো ছাই,
বাঁচবার আশা আর বুঝি নাই,
চোখ খুলে চেয়ে দেখি বাগানে
দিব্বি শুয়ে যেখানে ছিল ঠাঁই।


শুধু এক সোনা রঙ আলো
দৃষ্টি কমিয়ে করেছে ঝাপসা,
চোখে দিতেই আরো দু-চোখ
আলোতে ভেঙে গেল চশমা।


গায়ে পরে ঘাঢ় হলুদ শাড়ি
পাশে দাড়িয়ে সুন্দরী নারী,
বাগানে ফুটেছে যতো ফুল
সেজেছে লাল হলুদ বাহারি।


বুঝিনু আগুন লাগেনি বনে
লেগেছে চারিপাশে সব মনে,
পুড়ে হবে ছাই ঠিক অঙ্গার
সমাধান জানে শুধু সেই জনে।