.                                তুমি ছেড়ে যাবে বলে
.         সেদিন যখন চুপিচুপি দরজায় বাড়ালে পা,
.                       আমি বিছানায় জেগেই ছিলাম
. ইচ্ছে করেই মুখ তুলিনি, দেইনি নতুন পথে বাঁধা।
.                          বলিনি, ওগো প্রিয়ে দাড়াও,
তুমি অভাবটাই দেখতে পেলে, দেখলে না অশ্রু সিক্ত হিয়া,
.              তুমি আমার অক্ষমতাটাই জেনে গেলে
বুঝলে না, না পাওয়ার আড়ালে ভালোবাসার ছায়া।


.                  প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম
.      তুমি হাসতে হাসতে ধরেছো অন্য কারো হাত,
.                        .   বুঝেছিলাম আমি হারলেও
.   সে হাতের অর্থ বিত্ত তোমায় করেছে কুপোকাত।
.                      যে আমি তোমায় পারিনি দিতে
সংসারের সুখ চলার ছন্দ তোমার মুখের একটু হাসি,
.                       আজ যাবার বেলায় সেই আমি
.  কি করে বলি! আমি তোমায় এখনো ভালোবাসি।
.          সেদিন যখন পুরনোটা ফেলে পড়লে তুমি
.         আর কারো উপহারের চকচকে রঙিন শাড়ি,
.                একটু হয়তো লেগেছিল কোথাও কষ্ট
না শাড়ির জন্যে নয় জেনে অক্ষমতার পাল্লাটা ভারী।
.            তুমি যে একটু একটু করে যাচ্ছিলে দুরে
সে আমি বেশ পাচ্ছিলাম টের দেখেই তোমার হাসি,
.                 আজ যাবার বেলায় এই অধম আমি
কি করে বলি!আমি তোমায় এখনো খুব ভালোবাসি।


-১৮/০৬/২০২১
রংপুর।