তোমার বুজলে চোখ আমার ভাঙলো ঘুম।
তোমার পূজো শেষে আমার জ্বললো ধুপ।
তুমি কাক ডাকা ভোরে গঙ্গার ঐ ঠান্ডা জলে
আচঁল ধরে যখন দিতে ডুব আমার মঙ্গলে,
আমি ভাবতাম, সবটাই বাড়াবাড়ি, অনাড়ি
তুমি, নিষ্ঠুর বিধাতা দিচ্ছে কষ্ট তোমায় ধরি।
সন্ধা রাতে ভক্তিতে তুমি যখন বাজাতে শাঁখ
আমি ভাবতাম, খামোখা, অতি খোদা ভক্তি
আমার তো কোথাও কখনো লাগে নি দাগ!
হারিয়ে তোমায় বুঝলাম আসলে হারালাম কি
তুমি ছিলে আমার আঁধারে প্রদীপ সন্ধা রাতি।
০৪/০৭/২০২১
ময়মনসিংহ।