আমি নই বীর, বীরত্ব তব কভু না করি জাহির
আমি অক্ষম আমি অসার
আমি শত্রুর কাটিয়া মাথা করিতে পারিবো না
তোমার পায়ের নীচে হাজির,
আমি কভু কারো করিয়াছি পূরণ সকল চাওয়া
আমার নেই এমনো নজির।


রাখিতে আমারই দেয়া আমারই গোপন প্রতিজ্ঞা
আমি ভাঙি নির্ধিধায়
আমি মরিতেও চক্ষু বুজে দিবো না কোত্থাও ঝাপ,
জেনে রাখো, আমি ভীতু, ভয়ে আমার সদা কাঁপে শঙ্কিত বুক
যখনি দেখি আশি তলা উঁচু দালান খাঁড়া পাহাড়
আর ঐ বিচ্ছিরি সাপ।


আমি নই মারকুটে ব্যাটসম্যান মারদাঙ্গা নায়ক
আমি ভয়ে খুঁজি সোজা রাস্তা পালাইবার পিছ ঢালা পিচ,
জানি এ পাড়া দাদারা বড়ো সেয়ানা
পাহিলে মারিয়া সোজা করিবে তক্তা,
গোপনে্ রাখে রামদা খুঁর নয়তো ধারালো কিরিচ!


তবে তুমি যদি বলো, আমার ভাঙা ঘরের ছাদ আকাশে
দুজনে মিলিয়া রাতদুপুরে দেখিবো একফালি বক্র চাঁদ,
জোছনায় ভিজাইয়া গা
অভুক্ত শূন্য খালি পেটে জাগিয়া কাটাইবো সারারাত,
উল্টো কপালে খাইয়া চুমো তোমার-ই ভাঙাইবো ঘুম
আনিবো অন্ধকারে নতুন প্রভাত।


তুমি কেবল কাহারো সাথে করিওনা মোর তুলনা
প্রেমিক আমি আমাকে আমার মতো-ই করিও কামনা!


২১/০২/২০২২
চট্টগ্রাম।