বিভীষিকাময় জীবনের ইতি টানতে আমি প্রস্তুত
আমাকে যেতে দাও, আমি নিরবেই চলে যাবো,
নয়তো আমিও একদিন তোমাদের মতো এ শহরে
পশুর লাল গোশত কাঁচা গিলে আহার সারবো।
অথৈব শিকড় ঘুণে ধরা ডালে পা ছড়িয়ে বসে
সব কেড়ে, সত্য বলে যে ছিল কিছু তাই ভূলে যাবো।
নয়তো বন্য পশুর হিংস্রতার কালো থাবায় জমিনে
হিরোশিমার মতো ধ্বংস নীলায় মেতো উঠবো।
ক্ষমতায় নেশায় উন্মাদের মতো ধ্বংসের খেলা
আমি হাসতে হাসতে উন্নয়নের ছলে বৈধ করেনেবো।
তার চেয়ে ভালো খুলে দাও বন্ধ দুয়ার বন্ধ জানালা
আমি হারাই আমার ঠিকানায়,তোমরা ভালো থেকো।
২২/১২/২০২০