উৎসর্গঃ আমার পিতা মরহুম "মোহাম্মদ আলী"কে। যিনি আমাদের ছেড়ে চলে গেছেন আজ ১৯ বছর।


ভরা বর্ষা কিংবা ঝড়ো বৃষ্টিতে ভাসলে সব উঠলে বজ্র রব
মাথার উপর পুরো আকাশটা আমার কি প্রয়োজন!
আমার কেবল বাবা তোমাকে চাই
চাই মাথার উপর বটবৃক্ষ তুমি তোমার ছায়া
আগের মতো আবার ধরো মেলে হও ছাতাটাই।


হাত বাড়িয়ে ডাকুক যতোই খাঁটি বাংলায় অমর প্রেম
থাকলাম না-হয় দেয়াল ছবি চাইনা সাজাতে মনের ফ্রেম
আমার কেবল বাবা তোমাকে চাই
চাই আমার ছোট্ট মাথার চুলে আবার নাড়ুক
বাবা তোমার লম্বা কোমল হাতটাই।


চাই না দেখতে অপরুপ শোভা পাহাড় নদী রহস্য ঘেরা
অদেখাই থাকুক অপার সৃষ্টি, অধরাই স্বর্গ নরক বসুন্ধরা
আমার কেবল বাবা তোমাকে চাই
চাই দেখতে কেবল তোমায় অতৃপ্ত মন
যদি যায় দেখা যদি সামনে আসে সেই চেনা মুখটাই।


০৭/০৩/২০২২
চট্টগ্রাম।