আমি কষ্ট বিলাই, দুখের ফেরারি,
আমার দেখে হাসিখুশি মুখ
আমার পরিচয় নয় সুখী আসলে দুই দুয়ারি।


আমি ভূলে যাওয়া গল্প হারানো সুর
আমি পথ ভূলো পথিক
আমি নিয়ে যাবো ভূল ঠিকানায় বহুদুর।
আমি দেই কষ্ট কন্টক ভরা ফুল
আমি প্রাণ ভরে নেই মধু
আমি সাজি ভ্রমর বিনিময়ে ফুটাই হুল।
আমি বর্ণচোরা রাত জাগা খেক শেয়াল
আমার নিয়ো না পিছু
আমি রাখি না অজান্তেই কোন খেয়াল।
আমি বালুচরে ফেলে রাখা তপ্ত পাথর
আমাতে রেখোনা খালি হাত
আমি কারো কান্না দেখে হইনা কাতর।


আমি তোমার চোখের অশ্রু সিক্ত লোনা জল
আমায় বেসো না ভালো
আমি ইঞ্জিন ছাড়া বগি কিছুতেই হবোনা সচল।
আমার ভাল লাগেনা সংগীত, স্বর করি নষ্ট
আমাতে রেখো না ভরসা
আমি পারি না ভালোবাসতে দিতে জানি কষ্ট।
১২/১২/২০২০