.       আমি পাইতে স্বর্গ
হেঁটেছি বহুক্রোশ গিয়েছি বহুদূর,
    কাটিয়েছি কত নিশিদিন
অন্ধের মতো কতো ধরেছি পীর।


.       কেবল চাই বলে স্বর্গ
মাড়িয়ে অগ্নি পিছনে ফেলেছি নরক,
        বিলিয়ে ধন দৌলত
শুধু তোমার খুঁজে হয়েছি চাতক।


.      বেমালুম গেছি ভুলে,
স্বর্গ টা নিকটেই রেখেছেন সৃষ্টিকর্তা
.     নয় পীর নয় দূর হাঁটা
আমার স্বর্গ আমার-ই পিতামাতা।
-১৩/০৭/২০২১
ময়মনসিংহ।