শ্রাবণ মেঘে আকাশ ঢেকে
যখন নামে বৃষ্টি,
আমি ইচ্ছে করে কাশফুলে
দেইনা তখন দৃষ্টি।


বাড়ির পাশের পুকুর জলে
কতো ফোঁটে পদ্ম,
আমি তারে হেলায় ফেলে
পড়ি প্রেমের গদ্য।


ভাদ্র মাসে সবাই যখন
খুঁজে ঝিলের জল,
আমি তখন তোমায় খুঁজি
খুঁজি শুভ্র আঁচল।


ফাগুন মাসে আগুন ভেবে
সবাই দেখে শিমুল,
আমি তখন তোমায় স্বরে
একলা খাই দোল।


তুমি এসে চাইলে জানতে
"আমায় পড়ে মনে?"
গ্রীষ্মে কাঁদি আষাঢ়ে ভাসি
তোমায় ভুলি কেমনে?


যে তুমি থাকো আষ্টেপৃষ্টে
সবটা জুড়ে ভূবণ,
তারে যাবো সহজে ভুলে
আমি কি সত্যি অমন?


-১২/০৯/২০২১
চট্টগ্রাম।