আমায় ভাবো বোকা? আমি মোটেও নই তা,
তাই বলে ভেবো না কাজে আমি যা তা।
লেগে দেখো কুস্তি
ভেঙে দেবো দোস্তি
তোর দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না।


নৌকায় বসে দুষ্টুমি? মানবে না বড় ছোট?
আমায় দেখায় ভয়, তলাতে করবে ফুটো!
তুই যদি করিস একটা
আমি করবো তিনটা
ডুববো জানি, তাই বলে জলে তো আর মরবো না।


ভারী বিদ্যে তোর! শুধাও ক'খানা পা সাপের?
বলি, ধরেছিস কি কখনো পা তোর ঐ দোস্তের?
ধরি সাপ খাই কামোড়,
শেষে কি হবে ব্যামোর!
কি দরকার জানার! ও বলতে আমি পারবো না।


ঠিক আছে, তুইই বল তো দেখি গঙ্গার গভীরতা?
জানি তো বলবি তোর কাছে নেই ওতো লম্বা ফিতা।
বুদ্ধি আছে কতো,
সাথে নিবো সুতো
এক ডুবেতে গিয়ে তল ছুঁয়ে ফিরব মেপে,পারবো না?
০২/০১/২০২১
পুনে, ভারত।