আমি বৃক্ষ হতে চাই, বৃক্ষ
লুকিয়ে রেখে দুঃখ, মেলবো ডানা দিল খোলা এক বক্ষ।
আমি বৃক্ষ হতে চাই, শুধু একটা বৃক্ষ।
চিকন মোটা যেমন তেমন একটা হলেই হলো
নাইবা থাকলো নাক মুখ কৃষ্ণবর্ণ মানব চক্ষু।
আমি বৃক্ষ হতে চাই, বৃক্ষ।
সাদা কালো সবুজ শ্যামল মাঝারি ধরন কিংবা ধরুন গুল্ম,
নাইবা হলো ছুঁয়ে দেখা, আকাশ পাহাড় জলের ধারা,
নাইবা হলো ফুল ইষৎ কালো বৃহৎ ভালো,
কিংবা ভেতর বাহির নোনতা মিষ্টি ফল,
ছাড়ো গায়ের রং, নাইবা থাকলো মাতাল করা গন্ধ,
তবুও আমি বৃক্ষ হতে চাই, বৃক্ষ, একদম পরিপক্ষ।
পাতলা কিংবা এত্তো মোটা, থাকলো ভরা চামড়া আঠা
মসৃন বা খসখসে যেটাই হোক থাকুক ভরা সবটা জুড়ে কাটা
তোমার কি ভাই?
চাই না আমি থাকুক আমার ডালে ভীষণ বড়ো পাতা
চাই তো কেবল ভুলতে মানব জগৎ আর আমার মনের সকল ব্যথা,
বৃক্ষ হতে চাই, বৃক্ষ হবো একটা শুধু বৃক্ষ।


০৬/১২/২০২১
চট্টগ্রাম।