আমি ছাড়া চলবে সবি
তুমি মিথ্যে ভয় পাচ্ছো,
সকাল বেলা চড়ুই পাখির গান চাই তো তোমার!
তুমি তেমনি শুনতে পাবে এখন যেমন পাচ্ছো।
শিউলি ফুলের মিষ্টি গন্ধে
রাতেই তোমার ভাংবে ঘুম,
জোৎসার আলোয় তুমি তেমনি-ই পাবে আনন্দ,
কারো কোলে মাথা রেখে আবার কাটাবে নির্ঘুম।


তুমি অনর্থক হচ্ছো ব্যতিব্যস্ত,
আমি ছাড়া কিচ্ছু হবেনা ক্ষতি,
শুকনো ডালে আবার রঙিন পাখি বাধঁবে বাসা
তুমি রাণী থেকে হবে মহারানী এই করি মিনতি।
নদী যদি দেয় সাগরে আড়ি
সাগরের কি হয় মানহানি?
সাগর মশাই তেমনি থাকে যেমন আছে প্রকান্ড,
পাথর হারালেও থাকে কেবল মনি মুক্তোর খনি।
৩০/০৫/২০২১
চট্টগ্রাম।