.    তুমি কোকিলের সুর বহতা নদীর কলতান,
   আমি বেহালার ছেঁড়া তার বেসুরো গলার গান,
           তুমি খোলা প্রান্তর ঐ নীল দিগন্ত,
           আমি দলছুট পাখি বেদনা দিনান্ত,
অমরত্বে তোমার আমায় কেবল একটু দিয়ো স্থান।


   তুমি অন্ধের যষ্ঠী কপালে পাওয়া ভাই ফোঁটা
   আমি গঙ্গার জল পড়ে থাকা পাপ ধানের চিটা
        তুমি উদীয়মান সূর্য ছড়ানো উত্তাপ
           আমি বুনোফুল অসংলগ্ন প্রলাপ
আমি কেবল হাঁটতে চাই, তোমার যে পথে রোজ হয় হাঁটা।


২০/০৫/২০২২
চট্টগ্রাম।