জমকালো শহর মনকাড়া সব রঙিন আলোকছটা
চাইলেই ডুব দিয়ে ভাসানো যায় তরী এই জীবনটা।
              শুধু আমার লাগে না ভালো
           এতো আলো তবু খুঁজি শুভ্রতা।
কোথায় যেনো বাকি আছে থাকে পরে কিছু চাওয়া,
ঝড়োবেগে এসে ঋণী করে যায় ঠান্ডা হিমেল হাওয়া।


ছোট্ট বারান্দার ফুল বাগান আর কৃত্রিম বাতি
ছড়িয়ে আলো সাজতে চায় জোনাকির রাতি।
                  শুধু আমার খুঁজে মন
                অন্য কোনো নতুন ভূবণ।
কয়েদীর মতো চায় মাথার উপর মুক্ত আকাশটা
হাত দিয়ে ডাকে সাত সমুদ্র ওপারের দিগন্তটা।


কংক্রিটের ছাঁদে অনেক সাধে বসানো পদ্ম পুকুর
ডেকে ডেকে হয়রান গলায় গান সকাল দুপুর।
                 তবু আমি খুঁজি অন্য কিছু
                অন্যখানে অন্য কারো পিছু।
ঝড়া বিকেলের চোখে খুঁজি কারো অপলক চাহনি
আশায় থাকি দেবে ধরা কবিতায় আমার লেখনি।


৩০/০১/২০২১
পুনে, ভারত।