হাসি মুখে বললে তুমি
আমি কি আর বুঝবো ব্যাথা?
তাইতো তুমি সুখের কাঁথা
ছিন্ন করে দুঃখ আমায় বিলাও।


এতো সুখেতে থাকলে কি আর
বুঝবো মানে তোমার নিরবতা?
তাইতো তুমি চাপা স্বরে রূঢ় কথা
একেলা পেয়ে আমায় শোনাও।


ফাগুন মাসে দেখলে কি আর
চিনতে পারি বর্ষা চোখের জল?
তাইতো তুমি লোনা জলে
সুখ খুঁজতে আমায় পাঠাও।


জোনাক জ্বলা রাতে কি আর
বুঝবো তোমার বুকের আধার?
তাইতো তুমি আমায় রাখো দূরে
চক্ষু বুজে একলা সময় কাটাও।


অবুঝ আমি, আমি কি আর
বুঝতে পারি কষ্ট চাপা কান্নার?
তাইতো তুমি দূরে ঠেলে আনন্দ
আমার গলায় কান্নাটা ঝুলাও।


এমনি করে ব্যাথা দিয়ে বুঝি
আমাকে ব্যাথার শিক্ষাটা দাও?
দাওনা তুমি যতো পারো আরো
তবুও যদি তুমি শান্তিটা পাও।


১৩/০২/২০২১