আমি খুবই মানুষ ভালো
          সর্ষেতে খুঁজিনা ভূত,
          শুধু চোখেতে দেই ময়লা ধূলো।
ভালোবাসি বলেই কাছে টানি
          বাবা বাবা বলে
          টানাই জোরসে জোড়া মহিষ ঘানি।
তোমার জন্য কান্নায় ভাসি
          বিপদে ফেলে এসে
          আড়ালে রেখে মুখ মিটিমিটি হাসি।
কালো টাকায় মিলাই হাত,
          নজরে রাখি সাদাও
          সুযোগ পেলে সবই হয় কুপোকাত।
চুলে আমার ধরেছে পাক
          আঙুলে গুনি টাকা
          মুখে খোদা ভীরু আল্লাহু ডাক।
মিষ্টি মুখে দেখাই স্বপ্ন
          নায়ক তুমি হবেই
          শেষে খুইয়ে করি পাগল নগ্ন।
সুগন্ধ নাহোক দুর্গন্ধই আলো
          আমার কাছে তাই,
          আমি কিন্তু আবার মানুষ ভালো?
২৯/১২/২০২০