অতি লোভী আমি সুখ কিনবো বলে
আঠারো বছর নিলাম ছুঁটি তোমা ছাড়ি,
মাঝে সাজলাম যাবাবর হলাম উদ্বাস্তু
দূর দিগন্তে সুখে দিয়েছি ইচ্ছে আড়ি।


যৌবনের রক্ত কব্জির সামর্থ গেছে
অর্থ বিত্তে ছুটে একটুও হয়নি নষ্ট,
কিনবো বলে সুখ চড়া দামে ঠিক
চোখ বুঁজে প্রবাসে সব সয়েছি কষ্ট।


কড়া রোদ বৃষ্টি হীন সম্মুখে মরুভূমি
চোখে দেখেছি সর্শে ফুল পায়ে দগ্ধ,
শুধু পাড়ি দেবো বলে পাহাড় সমুদ্র
লাল পুষ্পে নাকে ঠেকাবো সুগন্ধ।


লতা পাতা যাই পেয়েছি সম্মুখপানে
অমৃত ভেবে সব গিলেছি গ্রোগ্রাসে,
জানি সামনে আছে সুখ মোড়া দিন
কদিন পর দুঃখ পাঠাবো কারাবাসে।


ছিড়া জামা পুরনো ভাঙা মোবাইল
সঙ্গী আমার অজানা চওড়া কপাল,
কাটিয়েছি দিন কখন কাটবে আধার
আমার আকাশে কখন হবে সকাল।


আজ এতো বছর পর ঝুলিতে দেখি
সব অগাধ শুধু সুখটা পারিনি কিনতে,
আত্মীয় স্বজন সব হয়েছে চেনা জানা,
পর ভাবা দুঃখটাকেই পারিনি ভূলতে।


(প্রবাসীদের জীবন কষ্টের অনুভূতি থেকে লেখা)


২২/০১/২০২১
পুনে ভারত।