ভালোবেসে তুমি যদি যাও চলে
রুখবো পথ, হাত দু'টি ধরে করবো অনুনয়
আমি তেমন নই মোটেও,
কিংবা ধরো, মরার আগে চিরকুটে লিখে নাম তোমায় দেবো বদনাম,
খুব করে সাধনা তোমার অমঙ্গল করবো কামনা?
ঘটবেনা, এমন কিছুই ঘটবেনা, জীবনেও।


লাঞ্ছনা গঞ্জনা! ও..আমি এমনিতেই পারি সইতে
তোমায় পেয়ে হারানোর দুঃখ, তাও খুব পারবো বইতে,
বিরহের মাঝে এমন মধু, সখি, আর আছে কই?
আমি তোমায় ছাড়া খুব পারবো বাচঁতে।
রুমালে মুছে জল যদি ভাবো কাঁদবো অবিরল
শোকের সাগরে যাবো ভেসে, হারাবো মনোবল!
তবে তুমি ভুল নিশ্চয়ই,
জেনে রাখো তুমি, বলবেনা কেহ,
"আহা! আহা! বেচারা, এতো দুঃখ পেলো কই?"


যদি ভাবো হবো দেশান্তরী,
নাওয়া খাওয়া ভুলে তোমার শোকে
বছরান্তেই সাদা মুখে গজাবে কালো দাড়ি,
তবে তুমি ভুল,
আমি না হবো দেবদাস না হবো কোন কবি
ভালোবাসার ক্যানভাসে না আকঁবো কোন ছবি,
তুমি নিশ্চিত থেকো,
করেছি পণ একদম নির্ভুল।


আমি বিরহ সয়ে হবো নিরেট পাথর,
হা হা হা.. হেসে, পেতে বুক সইবো ধকল,
কেবল পেতে আসন এই (বুক) মধ্যখানে
শুধু করবো কামনা তুমি ফিরবে কখন!
২৪/১১/২০২১
চট্টগ্রাম।