আমি যখন একা একা কাটাই সময় শূন্য ঘরে
সকাল বিকাল কিংবা রাত দুপুরে
দেখি মনের মাঝে শুধু বাঁধে বাসা পাহাড় সমান ভয়,


আমি তখন তাকিয়ে দেখি ঐ উপরে
খুঁজি মালিক আমার স্রষ্টা তাঁরে
সে ছাড়া মোর কেই-বা আছে! কেই-বা দিবে অভয়।


আমি তখন ফুপিয়ে কাঁদি আমার ভীষণ লাগে ভয়।


ভাবি বসে মনে মনে মৃত্যু যখন একটু পরে
যাবে নিয়ে দূর সীমানায় ঐ ঐ অপারে
তখন তুমি করবে বিচার, ভেবেই আমার ভীষণ লাগে ভয়,


পাপ ছাড়া তো নেই কিছুই আমার করে
তবুও যদি চাই তাহাজ্জুদে শূন্য হাতে
আমি কি আর পারবো খোদা তোমায় করতে জয়!


আমি তখন একলা কাঁদি আমার ভীষণ লাগে ভয়।
৩১/০৩/২০২২
চট্টগ্রাম।