অন্ধ জনে জেনে শুনে
দিচ্ছো তুমি ধোঁকা,
চালের ভেতর মেশাও কাঁকড়
বেগুন ভরা পোকা!


রাত্রি বেলা প্রদীপ জ্বালো
দেখাও দিনের আলো,
পথের মাঝে আঁধার ঢেলে
পথটা ভূলাও ভালো।


কথার জালে কাগজ কলে
বানায় তারে বোকা,
ভাবো গড়বে নিজের জীবন
ছবির মতোন আঁকা।


ইচ্ছে করে ঠকায় তারে
লিখলে নিজের ভাগ্য,
জেনো একজন অন্ধ জনে
করেন তিনি ন্যায্য।


১১/১১/২০২২
ভেলোর, ভারত।