তোমার জানালায় উঁকি দেয়া পাখি আমি,
             খুঁজি তোমায় নিরন্তর,
তুমি জানালাটা বন্ধ করে বুঝে নিতে বল,
          ঠিকানা আমার তেপান্তর।
আসলে তুমি অলক্ষে দাড়িয়ে কষ্টটা দাও
       বুঝাও ভালোবাসাটা নয় সস্তা,
অতো সহজে যায় না পাওয়া খাঁটি সোনা
            কম দামে নিতে হয় দস্তা।
শীতের সকালে কুড়িয়ে আনা শিউলি ফুল
         রেখে দূয়ারে দাঁড়াই আড়ালে,
তুমি সব বুঝে পুকুর খুঁজে জলে দাও ঢেলে
        যেন পাওয়াটা হয় সব হারালে।
আসলে তুমি হাসো মিটিমিটি বোঝাও ভূল
      যেন প্রিয় তোমার অন্য কোন ফুল,
জানো না তুমি, জানি তো আমি কোন ফুলে
      তুমি রাঙাও তোমার মনের দু-কূল।


-২৭/০২/২০২১
মিরসরাই, চট্টগ্রাম।