প্রিয়ে, একবার দেখবো বলে তব মুখ
হাঁটি তের নদী পাড়ি দেই সাত সমুদ্দুর,
কান্না ফেলে আসি দেখবো বলে হাসি
চাঁদবদন যেন নয়ন সম্মুখে নয় বহুদূর।


মুখিয়ে আছি কখন ধরবো দুই হাত
প্রসারিত বক্ষে কখন ধরনী হবে কাত,
আলিঙ্গনে সব যাতনা হবে কুপোকাত
দুঃখেরা, সুখে ভূলে যাবে তিমির রাত।


নীল জোছনার বিষাদেরা হারাবে দুঃখ
অনেক দিনের জমানো ব্যথা পাবে সুখ
দূরে সরে হাসিতে ভরাবে কালো মুখ
জোনাকিরা হেসে আলোয় ভরাবে বুক।


তুমি শুধু সব সেরে সন্ধা প্রদীপ ধরে
নয়ন রেখে পথে দাঁড়িয়ে থেকো দূয়ারে,
আসবো নিশ্চিত ফোটাবো মুখে হাসি
এসেছি জানবে নীড়ে কড়া যদি নড়ে।


-১৮/০২/২০২১