বৈশাখেতে কাল বৈশাখী
উঠলে উঠুক ঝড়,
দুমড়ে মুচড়ে ভাংলে সবই
আবার বাঁধবো ঘর।


জৈষ্ঠ্য মাসের তাপোদাহে
বুক যদি হয় চৌচির!
আষাঢ় মাসে গা ভিজিয়ে
আর হবো না অধীর!


শ্রাবন মাসের কালো মেঘে
যতোই তুলুক ঢেউ,
ভাদ্র মাসের হঠাৎ বন্যায়
নাই-বা পেলাম কেউ।


ভয় তো কেবল অগ্রাণে তোর
পাকা ধানের লোভ,
আশ্বিন মাসেই বিয়ের ফুলটা
ফোটেও দেখি খুব!


পৌষে মাঘে ফাল্গুন চৈত্রে
কার্তিকেতেও নয়,
হারাই যদি আবার তোকে;
আশ্বিনেতেই ভয়।


১২/১০/২০২২
চট্টগ্রাম।