দুই তলা ভবনের মালিক বসেন তিন তলার ছাদে,
তাঁর কাছে পৌঁছতে
আমার পেরোতে হয় ষ্টীলের চারটে সদর দরজা,
পাঁচ পাঁচটাটা পাইক পেয়াদার বাঁধা
তার আগে নিতে হয় পূর্বানুমতি করতে হয় আবেদন
দিতে হয় যথোপযুক্ত ব্যাখ্যা আর কি প্রয়োজন,
তবেই মিলবে সুযোগ, মালিকের অনুগ্রহ!
আর্জি মঞ্জুর হবে কি হবে না সে তখনো অনিশ্চিত
ক্ষমায় মিলবে কি পুরষ্কার না গলাধাক্কা
তা নিয়েও থাকতে হয় যথেষ্ট শঙ্কিত!


অথচ, সাত আসমানের মালিক মানুষের সৃষ্টিকর্তা,
গোটা দুনিয়া চলে যার কথায়
সেই তিনি-ই বসে থাকেন আমার অপেক্ষায়
কখন তার নাদান বান্দা ফিরে সুপথে
কখন চাইবে ক্ষমা জানায় অপারগতা
হোক সে জনসম্মুখে একত্রে বা একাকী
চাইলেই মিলবে ক্ষমা আর মিটবে প্রয়োজন
শুধু কি তাই!
সাক্ষী রেখেছেন তাঁর প্রিয়ো হাবিব লক্ষ কোটি ফেরেশতায়
করেছেন অঙ্গীকার দলিল তাঁর আল কোরআন!


আর আমরা মানুষেরা অবোধ!
দুই তলা ভবনের মালিকের কাছে খুঁজি সুখ শান্তি
কাটাই সময় এই জীবনের অর্ধেক,
অথচ তাঁর থেকে দূরে,
যার সাথে থাকতে হবে অপারের পুরো জিন্দেগী!
জাগো বিবেক।


২১/১১/২০২২
ভেলোর, ভারত।