দেহের মৃত্যু নিশ্চয়ই ঘটে জীবনের ঘাটে।
যুদ্ধের দামামা বাজিয়ে যে অশুভ আত্মা
                     ছুটে চলে দিগবিদিক
কখনো ভয় কখনো বা ক্ষমতার দাপটে
কেড়ে নিয়ে কথিত জয়ে উঁচু করে শির
যে হাসে ষড়যন্ত্রের হাসি বাঁকা দুই ঠোঁটে
                তার-ও নামতে হয় তীরে,
বজরা থেকে তারও রাখতে হয় পা বালু তটে,
দেহের মৃত্যু না হোক আত্মার নিশ্চয়ই ঘটে।


ক্ষমতার মোহে অন্ধ যে বিবেক বুদ্ধি চেতনা
দাম্ভিকতায় ছুড়ে ফেলে নিজ আসন,
দেখো, সেখানেও একদিন হবে রক্তক্ষরণ
কতো আর শূন্যে ছড়িয়ে রাখবে পা মাথা
মাটিতে লুটিয়ে তার-ও হারাতে হবে সম্মান।


অন্যের দেখে বাহবা যার রক্তে ছড়ায় হিংস্রতার উত্তাপ,
যে মস্তিষ্কের স্নায়ুকোষে দেখিয়ে বীরত্ব
ঝরায় তথাকথিত মুক্তবাক অশ্লীল অকথ্য
তার-ও পতন ঘটে
তার-ও কণ্ঠস্বর হয় ক্ষীণ
তার-ও পারদের মিটারে নেমে আসে চাপ।
আমি জানি মরার আগে সেও মৃত্যু দেখে
                                  নিজ চোখে।
২৮/০২/২০২২
ঢাকা।