অভিমানী তুমি জল ছুঁইয়ে থাকো বসে জলে
কোন ছলে হয়ে বিমোহিনি!
আর আমি ভাবি কাব্যিক কবি লিখছো তুমি
আছে যতো প্রেম কাহিনি।


সন্ধা আকাশের গাঢ় নীলে আসলে বুঝা মুশকিল
তোমার কপোলে তিল,
ঢাকিছে কি নয়ন নাকি করিছে চয়ন ভীষণ বারি,
নাকি বিরহী সে দিল?


আমি বসে ঘরের কোনে চলি স্বপ্ন বুনে পাইনা টের
কি ঘটে ঘোলাটে তোমার দীন মনে,
তুমি হাওয়ার দোলে মাথা ঢেকে চুলে ফেলো জল
স্বপ্ন ভাঙো একমনে হেন কারণে।


নির্বোধ আমি বুঝিনি তোমায় কোন জ্বালায় জ্বলে
করেছো অভিমান করুণ সুরে,
যখন বোধ, দেখি কতো অনুযোগ সাথে কিছু ক্রোধ,
বৃথা খুঁজি হাসি তোমার অধরে।
১৭/০১/২০২১
পুনে, ভারত।