অর্থ বিত্তে করেছি মানুষ আমার দুই সন্তান
একজন ব্যরিষ্টার আরেকজন বিজনেসম্যান।
উদম গায়ে থেকে নতুন জামা দিয়েছি কিনে
কান্নার আগেই খাবার দিয়েছি স্বহস্তে খাইয়ে।
সারা উঠোন জুড়ে খেলেছি খেলা পিঠে লয়ে,
আমি ঘোড়া আর তোরা নবীন দুই সাওয়ারী,
আজ মৃত্যুর সময় দিয়েছে নিজেদের চিনিয়ে।


করোনায় আমি যখন হাসপাতালের ঐ শয্যায়
কতো বার পড়েছে মনে একবার দেখুক নয়ন
আমার কলিজার দুই টুকরো সুন্দর চাঁদ বদন।
ক্ষণে - ক্ষনে হচ্ছিল মনে এই বুঝি যাবো মরে,
মরিবার আগে একটু দে প্রশান্তি তোরা দুই জনে
পূর্ণ হোক সকল অপূর্ণতা আমার ছোট্ট জীবনে।


কতো পাঠিয়েছি সমন আয় হাসপাতাল ভবন
বাপেরে দেখে যা একটু, দিয়ে যা শান্তির মরণ।
আমার তো রইলো সবি, ধন-মান তোরাই পাবি
জীবনে যা প্রয়োজন রেখে যাচ্ছি একটুও কি কম!
আমি তো খালি হাতেই ফিরবো আল্লাহর কসম!
আসেনি কেউ, রাখেনি বাপের শেষ সেই অনুরোধ
হে দুনিয়ার মানুষ, কার জন্যে কর? জাগাও বোধ।
০৬/০৬/২০২১,
চট্টগ্রাম।