আজ বাইশ বছর পর!
তোমার যখন পেলাম চিঠি, লিখেছো "প্রিয়",
আমি যেন শুনতে পেলাম
বলছো ডেকে কাছে "ওহে, ভালোবাসা নিয়ো।"


সেই যে হয়েছিল দেখা নির্বাক
তুমি হারালে পথ, মাঝ পথে ভুলে চড়লে অন্য রথ,
আর আমি দেখলাম চেয়ে রথযাত্রা
ভেবেছিলাম, বিরহে তুমি আমায় করছো একটু পরখ।


আজ আমি কবি, পেয়েছি খ্যাতি যশ
তবুও আছে বুকের মধ্যে একটু জায়গা শূন্য ফাঁকা,
আজ চিঠি পাবার পর, হলো মনে
তুমি বোধহয় ধরতে পেরেছো তোমার ভুল বাঁকা।


বুঝেছি, কাঙাল আমি নিঃস্ব-ই আছি
তুমি হয়তো সব পেয়েছো, ভীষণ আছো ভালো,
তোমার ভূবনে তুমিই হলে রাজা
আমি দেখি দূর... আকাশে একটা জ্বলে আলো।


তোমার দেয়া সেই উপহার
এখন আমার দুখে’র পাহাড় জমিয়ে রেখেছি তুলে,
আমি মাঝেমধ্যে সৃতি হাতরে
তোমার খুঁজে সেখানে দেই উঁকি স্মৃতির বাক্সটা খুলে।


আমি আবার রইবো আশায়
আরো বাইশটা বছর পর আসবে চিঠি ঠিকানা ভুলে,
তুমি ক্ষমায় চাইবে ভালোবাসা
আমি আবার ভেজাবো চোখ আমারই চোখের জলে।


-৩০/০৮/২০২১
চট্টগ্রাম।