মৃত্যুর মিছিলে পশ্চাতে নয় রহিব সর্বাগ্রে,
হইলে বজ্রপাত অন্যায় অনাচার তুমুল বৃষ্টি
আমাতেই হোক প্রারম্ভ ধ্বংস নব নব সৃষ্টি।


অধম এ আদম দু-হস্তে ভাঙিবে অনিয়ম
শৃঙ্খলে আবদ্ধ পক্ষী সাজিবে মুক্ত বিহঙ্গ
নিয়মনীতি ভয়ভীতি দলিবে সাহসী বঙ্গ।


কণ্ঠে গোটা দেশ মানিবো না বাধা নিষেধ
জ্বালাইয়া করিবো ছাই শত্রু হোক নিশ্চিহ্ন,
যদি যায় যৌবন আসুক নাহয় অপরাহ্ন।


হাতে রাখা পাল তুলিবো মহাশূন্যে জনারন্যে
ছুঁড়ে বৈঠা তুলিয়া লইবো অস্ত্র হইবো সশস্ত্র,
শত্রুকে ফাঁসাইয়া জলে স্থলে করিবো বিবস্ত্র।


হাতে ছোঁড়া গুলি আর বুকে পোতা মাইন
একাই করিবো স্তুপ তাজা লাশে কয়েকশ,
তবু মানচিত্রে থাকিবে বাংলা চিনাইবো বিশ্ব।
১৮/০১/২০২১