প্রেমিকেরা ভালোবাসে না প্রেমিকার গাল
ভালোবেসে কেবল বোবা বৃক্ষের তাজা ছাল,
তাই ভালোবেসে খোদাই করে লিখে প্রেমিকার নাম।


চিঠির পাতায় লেখা যায়, হয়ে যায় আড়াল
খুঁজে দেয়াল লিখে যা কিছু মনে আসে খেয়াল
লিখে যদি যুগল বন্দী ভালোবাসা করা যায় প্রমান।


স্কুলের বেঞ্চে জনতার মঞ্চে লিখা নাম
রয়ে যায় চিরকাল, ভালোবাসি খুব হয় প্রমান,
বুকেতে লিখা নাম প্রমানহীনে প্রেমিকায় থাকে না মান।


বালুতে হৃদয় কেটে বসিয়ে তীর এঁকে
প্রেমিকায় বুঝাই কতো ভালোবাসি নদীর বাঁকে,
পরে ধুয়ে যাক না জলে ভেসে তাতে কি যায় আসে?


যেথায় সেথায় লিখেই যদি হওয়া যেত প্রেমিক
তাহলে বিশ্বে থাকতো না লাখো ব্যাচেলার প্রামাণিক,
ছাল কিংবা দেয়াল ভূলে যাও, রও খাঁটি প্রেমিকের বেশে।
০৪/০২/২০২১
বোম্বে, ভারত।