আমি মিথ্যে বলে সেজে থাকা সত্যবাদী যুধিষ্ঠির
আমি মানুষরুপী নরকের কীট খুব খাঁটি মিথ্যুক,
আমি ভালোবাসি কালোটাকা আর তেল মাখা
সবার চোখে ত্যাগী নেতা আসলে ঘুসখোর চাটুক।


         নিজ স্বার্থে কভু যদি হানেই আঘাত,
         চেহারাটা দেখাই চেনাই আসল জাত,
         রুপ বদলে মিত্রকে করি আজন্ম শত্রু
         ভূলিনা কিছুই সময়মত করি কুপোকাত।
         যতোই হোক জ্ঞানী গুণী বিজ্ঞ আলেম
         দেয়ালে মারি চিকা "তুই রাজাকার",
         রাজপথে হুঙ্কারে ছাড়ি, "হারামজাদা
         তোর জাগয়া হলো ঐ লাল কারাগার।"


আমি ভদ্রবেশি খাঁটি শয়তান বিদ্রুপে হাসি মিটিমিটি
যখন দেখি তোর মুখে রাজ্যহারা রাজার হাহাকার।
আমি হাসতে হাসতে সবার ভাঙি মন তাজা যৌবন
কাঁধে রেখে হাত মুখে শুনাই মিথ্যে সমরের বুলি,
পিছনে ফিরে আবার বিষাই সাজানো তারই বাগান।


         যদিও পিছু হটে ক্ষমতা আমি কিছুতেই না
         আমার তো আছেই জানা শত কারিশমা
         দৌড়ে কৌশলে সোজা কপালে সাটাই
         দেশদ্রোহী জারজের সহজ সরল তকমা।
         আমি স্বৈরাচার আমি মীরজাফর
         করজোড়েও নুয়ালে মাথা করিনা ক্ষমা।


যদি দেখি কল্যানে সৎ কর্ম হিতকর মানব ধর্ম
আমার চোখে আসে না সুখ নিদ্রা পার্থিব ঘুম,
কখন হবে আঁধার কখন সন্ধা হবে দ্বাদশ প্রহর
কখন করবো ধ্বংস সব নব সৃষ্টি ধুম ধুমা ধুম।


২৯/০১/২০২১
পুনে, ভারত।