জীবনের চোরা গলি আকাঁবাকা শত পথ
হারিয়ে যাওয়া ক্লান্ত পথিক আমি, যোদ্ধা দ্বৈরথ
খুঁজোনি তুমি।।
দেখোনি মেলে অন্ধ দুই চোখ,
তোমার খুঁজে কোনখানে রয়েছে অপেক্ষায় কার শূন্য বুক!
কতোটা অন্ধকার হাহাকারে কাটে নিঝুম সন্ধা রাত!
বুঝতে, তুমি বুঝতে
বিষন্ন সেই সন্ধায় একবার যদি খুঁজতে।
চোরাগলির পথে তুলে মুখ ঠাঁয় দাঁড়িয়ে,
কে খুঁজে বিষে ভরা নীল চাঁদ
ভরা জোছনায় কে করে প্রার্থনা, খুঁজে আশ্রয়।
কার ভেজা মায়াবী চোখের পলক
খুঁজে খুঁজে হয়রান এক খানি হাসির ঝলক,
কার আছে অনুরাগ এক সাগর প্রেমময়।
বাড়িয়ে হাত থাকোনি পাশে ধরোনি কাঁধ
রেখেছো মনে সদা ভয় সদা সংশয় সংঘাত,
ছিলো যতো ভুল চুল চুল নিয়োছো খোঁজে।
মোহভঙ্গে তারে এসেছো ফেলে দিয়েছো ছুঁড়ে
করোনি অপেক্ষা আবার সুসময় আসবে ঘরে,
বুঝবে, একদিন ঠিক তুমি বুঝবে।
২৫/১১/২০২১.
চট্টগ্রাম।