লোকের মুখে কতো শুনি,
বউ দারোগা দেয় পিটুনি,
আর আমার বউ? হেসে খেলে
মন খুলে গায় ঘুম ভাঙানি।


কাজের মাঝে কাজটা কেবল
খাওয়া দাওয়া ঘুম ভাঙানো,
এমন নয় যে কষ্ট দেই না
রাতের বেলা ধূপ নেভানো!


আর যা আছে আমিই করি,
উঠোন ঝাড়ু, বাসন মাঝা,
বাজার করা খাবার রাঁধা
সঙ্গে আছে কাপড় কাচা।


উপরি আবার ভাঙাই তাঁর মান
সঙ্গে মেলাই বেসুরো গান,
শালা-শালী যখন যা চায়
মেটাই আবদার করিও যে দান।


ভয়টা কেবল মধ্য রাতে
যদি না দেয় জায়গা খাটে?
আবার যদি মেটাতে ঝাল
তুলে দেয় সে পশুর হাটে!


০৭/১১/২০২২
ময়মনসিংহ।