দিব্বি বলছি খুড়ো, আমি মারিনি কোন ঢিল!
তুমি যেটা শুনেছো, ওটা ঢিল নয় গো খুড়ো
আমার পিঠে ধুমধাম, দুই দু’ঘা পরেছে কিল!


জানো খুড়ো? বলে, "নিয়ে আয় ব্যাটা সুপুরি,
সাথেও আনিস হুক্কা, কলকিতে অনল পাক্কা!
না-হয় আমার বেশি, কেউ হবে না হারামি?"


তুমি খুড়ো তারে, পেলে কাছে খুব পিটিয়ো
ভেঙে দিয়ো হাড়, একটু করো কঠিন বিচার,
না-হয় দিয়ে বকে, মেরে তারে খুব কাঁদিয়ো?


ভাবছো লোকটা কে? মারলো সে কোন ছলে?
দোষটা নয় তেমন, কলকিতে দিয়েছি বলে টান
ওতেই গেছে ক্ষেপে, পাজি ঐ তোমার ছেলে।


১০/০৩/২০২২
চট্টগ্রাম।