সকালে উঠিয়া দেখিল সুশীল গৃহস্থ
সিঁধ কাটিয়া সিঁধেল চোর করিয়াছে,
গর্ত একখানা মস্ত।
সিন্ধুকে রাখা লাখ টাকা করেছে পকেটস্থ
চোর মহাশয়, তাই দিতে দরবারে নালিশ,
রাজাতে হয়েছে দারস্থ।


রাজা মহাশয় ভেবে করিলেন দায়িত্ব ন্যস্ত
হইলো গঠিত একুশ জনে তদন্ত কমিটি মস্ত ,
পাওয়া যাবে বিচার, করিল আশ্বস্ত।
খুব স্বস্তিতে ফিরিল নিজ গৃহে সুশীল সুস্থ
ভাবিলো এইবার চোর ব্যাটা ঠিক রবে তটস্থ
দেখি কি করে সব কর উদরস্থ!


কিছুদিন পরে ছুটে এলো দুই পেয়াদা ব্যস্ত
ভাবিলো এই বুঝি ধরা খেল পাকা চোর,
গাছে বেঁধে রেখেছে দুই হস্ত।
হাসিমুখে তাই দিতে নিলো উপহার মিষ্ট,
দরবারে রাজা কহিলেন, "কি হে উজির,
কি হইলো বন্দোবস্ত?"


"আগে হুজুর জানা দরকার ঘটনা অষ্ট পৃষ্ঠ।"
ধমকে জিগাইলেন, "এতো টাকা পেলি কোথা,
তুই ব্যাটা কায়স্থ?
এ বছর দিসনি তো খাজনা পুরোটা সমস্ত।
ঠিক রাজকোষ চুরি, আগে হবে তোর বিচার।"
শুনিয়া সুশিল হইল বিধ্বস্ত।


"শেষে হইয়া ক্ষতিগ্রস্থ নাটক কর মঞ্চস্থ?"
"ঠিক ঠিক।" কহিল রাজা মন্ত্রী সকলে সভাস্থ,
যেন কথাখানা ছিল তোলা ঠোঁটস্থ।
আড়াল করিয়া অপারগতা উজির সাজিলো বিশ্বস্থ
দিলে বিচার উজিরেরা কালেকালে করে অনাচার
যেখানে চোর নয় বাদীই হয় পরাস্ত।


২৫/০২/২০২১,
মিরসরাই, চট্টগ্রাম।