কে শেখাবে থাকলে বসে
  শিখতে পারবে পাঠ?
এমনি করেই সময় যাবে
     বয়স হবে ষাট।


কাঠ ঠোঁকরাটা শিখে কোথা
     কাটার বিদ্যা কাঠ;
বাবুই পাখির বুনন কৌশল
    শেখার আছে মাঠ?


জন্ম নিয়েই বাছুর ছানা
   একলা শিখে হাঁটা,
থাকলে বসে কে সরাবে
   গলায় বিঁধা কাঁটা?


পাখির ছানাও উড়তে শিখে
    আপনা আপনি উড়া,
অশ্বত্থ গাছটাও বেড়ে উঠে
     শক্ত করে গোড়া।


ক্ষুধা লাগলে কাঁদে শিশু
   মায়ের লাগে বলা?
তবে কেন শিখতে তোমার
   থমকে যাচ্ছে চলা?


০৫/১০/২০২২
চট্টগ্রাম।