বসেই থাকি বাহির ঘরে
সঙ্গে রাখি গোটা দুই বই,
আমি জানি সূর্য ডুবলে
পুবে আলো জ্বলে নিশ্চয়ই।


হঠাৎ শুনি নেড়ে কড়া
বইছে হাওয়া ঝরছে বারি,
টিকিয়ে শির যখন ভাবি
রয়েছেও তো শক্ত খাড়ি।


তখন দেখি গেছে ক্ষয়ে
ধরেছে ঘুণ ঘরের চালে,
বর্ষা এলে ভিজে শরীর
ভাসিয়েও নেয় বানের জলে!


ছিলো না জানা শ্রম বিনা
বিদ্যে হলো অন্ধ হাতি,
সলতে ছাড়া শুধু তেলে
জ্বলে কভু সুপ্ত বাতি?


২৫/০৭/২০২২
চট্টগ্রাম।