তোমার রক্তিম আকাশে
আমার বিকেলের হলুদ স্বপ্ন গুলো কেবল উড়েই চলে
কখনো প্রজাপতি কখনো ঘাসফড়িং
কখনো যাযাবর পাখির মতো ডানা মেলে একটানা
গন্তব্যহীন ঠিকানাহীন নিরন্তর।
সন্ধ্যার নীলিমায় লুটিয়ে যখন তুমি খুঁজো আশ্রয়
রাঙাও পা ধূসর মরুর পথ
আমার স্বপ্ন গুলো তখন বড্ড ক্লান্ত পরিশ্রান্ত দূর্বল,
প্রতিবারই খোলা জানালায় চেয়ে দেখেছি
ভূপৃষ্ঠে পতিত স্বপ্ন গুলির দারুন ছটফটানি,
মৃত্যুর যন্ত্রণা.... কেমন!


জুলাই, ২০২২
চট্টগ্রাম।