নিজেকে এতোটা অসহায় এতোটা অভিভাবক হীন
কখনো মনে হয়নি আগে,
সূর্যাদয় থেকে সূর্যাস্ত আর তারপর মধ্যরাত;
কেবল দৌড়েছি এ মাথা থেকে ও মাথা
একতলা থেকে পাঁচতলা কখনো ঔষধ কখনো বিল!
পাগলের মতো কেঁদেছি একাকী
কখনো দাঁড়িয়ে কখনো বা হাঁটু গেড়ে প্রকাশ্যে
আবার কখনো চলতি পথে হাঁটতে হাঁটতে
দেখেছি অসহায়ত্ব কতোটা বিক্ষিপ্ত করে তুলে মানুষের মন
আর দেখেছি ভাগ্য; কেমন বিধাতার লিখন।
শুনেছি অসহ্য ব্যথায় যন্ত্রণায় কাতর সন্তানের আত্ম চিৎকার
হে মানবকুল, সাক্ষীও থেকেছি স্ত্রীর নিরব চোখের জল!
দেখেছি চার পাশের মানুষ গুলোর নির্দয়তা
দেখেছি যন্ত্র মানব আর তার বিবেক; কতোটা অসুস্থ  তাদের হৃদয়,
শেষে বিধাতা আমাকে শেখালেন,
কেবল নিজেকে নিয়ে ভেবো না; দুনিয়া ক্ষণস্থায়ী
যদি পারো আর্তের প্রতি হও অবশ্যই হও সদয়।


২৪/১১/২০২২
ভেলোর, ভারত।