আকাশ ছুঁয়ে দেখবে বলে
বুকটা চিড়ে চ্যাপ্টা করে যে তুমি গড়লে মাটির সিঁড়ি,
শিয়রে উঠে মেঘটা ধরে
সেই তুমি থামলে,
পদচিহ্নে দাওনি ইতি দাওনি দাঁড়ি।


উল্টো তুমি ফেরার পথে
দু'হাত ভরে চাইলে বৃক্ষলতা পূজোর চেরী
নিংড়ে নিয়ে চন্দন গন্ধসুধা ভাংলে তাতে তার-ই শিরদাঁড়া,
বিনিময়ে মাটি খুঁড়ে শেকড় তুলে
রেখে এলে কাঁটা শত-শত নিরেট জঞ্জাল
হাজার খানেক সত্যি সত্যি বিষের ফোঁড়া।
০৪/০৫/২০২২
ময়মনসিংহ।