বাঁধো নয়ন ওহে কন্যা, শুকাও অশ্রু বন্যা,
হেসে হেসে নাও বিদায় করোনা আর কান্না।
আজ তুমি হলে লাল শাড়িতে মায়াবি বঁধু
মন্ত্র বলে কারো খুব আপন নিমিষেই শুধু।
যে হাত যে কায়া এতোকাল ছিলো আপন,
যে আঁখি অশ্রুজল আঁচলে করেছে গোপন,
তুমি তারে দিলে ঠেলে কারাগার দুর জেলে
জানলে শুধু তুমি কি যে রেখে এলে ফেলে।


যে উঠোনে পরেনি পা কোনদিন কোন কালে
সে ভূমিই পেলে তুমি চরণতলে মায়া জালে।
যে আকাশের চাঁদ তুমি দেখিছো গগন চুমি
আজ সেই তুমি স্বামী গৃহ মানিছো পূন্য ভূমি।
মন্ত্র বলে হয়তো হয়েছে বিয়ে ছিলো বলে সম্মতি
সুখে থেকো, সদা থাকুক ঘিরে ভালোবাসা প্রীতি।
২১/০৫/২০২১
চট্টগ্রাম।