ক'দিন বাদে ফিরছি বাজার থেকে
যেই দেখলো হাতের মাছটা শোল!
যেচে এসে অমনি বললো," আহারে,
মরা বাপটার যদি জুটতো পাতে!" ঐ ঐ.. ফোটালো হুল!


আবার দেখলে পিত্তি জ্বলা হাসি
এবার করবো সত্যি ভাজা ভাজা,
একটু পরে পথেই শুনি, "আদাব"
হেসে শুধায়, "ভ্রাতা, মাছটা কিন্তু ভালোই ছিলো তাজা!"


বুঝুন হারামি টার মনের আশ?
মাছটার খুব চাইছে শ্রাদ্ধ! সর্বনাশ!
বাসায় গিয়ে কখন করলো হজম?
হাসিতে পটিয়ে গিন্নী, ইচ্ছে মতো আমায় দিলো বাঁশ!