যতোদিন ছিল মোর
খুলে দিয়ে দোর বিলিয়েছি সকল বিত্ত-বৈভব,
হিসেব রাখিনি কষে
জানতেম তো পাবো শেষে স্বর্গ সুখের অনুভব।


কারো ভেঙে যাওয়া ঘর
দেখিনি আপন পর, শক্ত খুঁটিতে দিয়েছি বেঁধে,
কতো অভিমানী বন্ধু
মুছে ঘাম বিন্দু বিন্দু, খাইয়েছি নিজ হাতে রেঁধে!


নিজে না উঠে উপরে
বন্ধু যেন না যায় পরে, শক্ত করে ধরেছি সিঁড়ি,
সেদিন যদি চিনতাম জাত!
অথচ কাঁধে না রাখলে হাত, গলায় দিতো দড়ি।


কতো বন্ধুর দিয়েছি ফিস
আনন্দে বাজিয়েছি শীস, একত্রে দিয়ে পরিক্ষা,
তুই কে হ্যাঁ বন্ধু হতভাগা
দুঃসময়ে দিতে চাস যা আছে তোর সব ভিক্ষা?


আমি তো কোন কালেই
আসিনি কোন কাজেই, তবুও কেন আছিস পাশে?
বন্ধুটা আমার বলল হেসে,
"বন্ধুত্বটা হয়না হিসেব কষে, হয় তোকে ভালোবেসে।"
৩০/০৭/২০২১,
ময়মনসিংহ।