সম্মুখে দেখি কখন যেনো
দরজায় তোমার হঠাৎ খুব জমেছে
শীতের ঠান্ডা জমাট বরফ,
পুরু বাধা বন্ধ পথ বন্ধ দূয়ার
যায় না পড়া কিছুতেই
মনের ধাঁধা মনের লিখা হরফ!


তবুও দেই উঁকি তবুও জ্বালি আলো
যদি যায় যদি হয় দেখা
এক চিলতে রোদ আদর মাখা,
তবুও খুঁজি নিরন্তর ভিতর বাহির!
আছে কি শরীর?
নাকি শুধু খোলস আছে পড়ে পশমে ঢাকা?


তাই জ্বালি কাঠ করি বিদ্যাপাঠ
যদি গলে যদি যায় খুলে
তোমার বরফ ঢাকা বন্ধ দরজা,
দেখবে তখন দাঁড়িয়ে আমি শিয়রেই
অসীম আলোয় মুষ্ঠি আমার,
তুমি আলগা করো কেবল মনের কব্জা।
০৭/০২/২০২২
চট্টগ্রাম।