তুমি কে হে ভাই করতে যাও বিচার?
ফুল বনেতে এসে মালিকেই চিনাও
আর নিজেকে ভাবো খুব ধূত শিয়াল,
বলি, করবে ভুল যদি ভাবো,
হাতি ঘোড়া ফেলে তুমিই বনের রাজা
আর সব হাঁদা ঠিক যেনো বিড়াল।


হুংকার ছেড়ে ডেকো না মাঠে,
"আয় দেখি কে আছে বাপের ব্যাটা
আমার সাথে দৌড়ায়?"
জানো না খোকা, তুমি বড্ড বোকা
সিংহ মামা বুঝে ধোঁকা! কে আছে এমন!
শিয়ালের সাথে নাচায়?


নামে নয় জ্ঞানে হও ধনী
পরেরে না দেখে, দেখো নিজের কলসি
খালি ঠিক আছে কতখানি!
জ্ঞানী যদি হতে চাও
নত করো শির ভুলটা লও মানি
বন্ধ রেখো রশি টানাটানি।


০৭/০৪/২০২২
চট্টগ্রাম।