বট গাছটা তেমনি আছে তেমনি দিচ্ছে ফল,
সময় এখন যেমন! তেমনি ছিলো অবিকল!
ভরা বর্ষাতেও বৃষ্টি হতো
       কড়া রোদেও ঝড় উঠতো
              ঝরা পাতায়ও শিশির জমতো
চক্ষু বুজে, সব সইতো দিন রাত্রির ধকল।


সাগর জলে জোয়ার এলে যেমন উঠে ঢেউ
তেমনি হলে বট গাছটার তলে, যবুথবু কেউ
মলিন মুখে দাঁড়িয়ে থাকতো
       মান ভাঙাতে ঠোঁট নাড়তো
                  মাঝি দেখলেই হাত নাড়তো
এখন অবশ্য ভাঁটা, মরা নদে আর নাই সেও।
২৪/৩/২০২২
চট্টগ্রাম।